☆✤ রাসূলুল্লাহ (সাঃ)-কে "অনুসরণ" করাই আল্লাহ্কে অনুসরণ করা ✤☆
====================================
ණঃআবূ বকর ইবন আবূ শায়বা (রাদিয়াল্লাহু তালাআনহু)......আবূ হুরায়রা (রাদিয়াল্লাহু তালাআনহু) থেকে বর্ণিত,
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লালাহু আলাহি ওয়াসাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি আমার অনুসরণ করল, সে আল্লাহরই অনুসরণ করল, আর যে ব্যক্তি আমার নাফরমানী করল, সে তো আল্লাহ্র নাফরমানী করল।
( সুনানু ইবনে মাজাহঃ- ০৩)
- আল্লাহ্ আমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ ) সুন্নাত মুতাবিক চলার তহফিক দান করুনঃ- আমীন!!! আমীন!!! আমীন!!!
***আল্লাহর তরফ থেকে সাহায্যকারী
আবু হুরায়রা (রাদিয়াল্লাহু তালাআনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি বলল, ইয়া রাসুলুল্লাহ (সা)! আমার আত্নীয় পরিজন আছেন। আমি তাদের সঙ্গে ভাল ব্যবহার করি; কিস্তু তারা আমাকে বিচ্ছিন্ন করে রাখে। আমি তাদের উপকার করি; কিন্তু তারা আমার অপকার করে। আমি তাদের সঙ্গে উদার ব্যবহার করি আর তারা আমার সঙ্গে মূর্খতাসুলভ আচরণ করে। তখন তিনি বললেনঃ তুমি যা বললে, যদি প্রকৃত অবস্হা তা-ই হয় তাহলে তুমি যেন তাদের উপর জ্বলন্ত অঙ্গার নিক্ষেপ করছ। সর্বদা তোমার সঙ্গে আল্লাহর তরফ থেকে তাদের বিপক্ষে একজন সাহায্যকারী (ফিরিশতা) থাকবে, যতক্ষন তুমি এই অবস্থায় বহাল থাকবে ।
সহিহ মুসলিম :: বই ৩২ :: হাদিস ৬২০৪]
====================================
ණঃআবূ বকর ইবন আবূ শায়বা (রাদিয়াল্লাহু তালাআনহু)......আবূ হুরায়রা (রাদিয়াল্লাহু তালাআনহু) থেকে বর্ণিত,
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লালাহু আলাহি ওয়াসাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি আমার অনুসরণ করল, সে আল্লাহরই অনুসরণ করল, আর যে ব্যক্তি আমার নাফরমানী করল, সে তো আল্লাহ্র নাফরমানী করল।
( সুনানু ইবনে মাজাহঃ- ০৩)
- আল্লাহ্ আমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ ) সুন্নাত মুতাবিক চলার তহফিক দান করুনঃ- আমীন!!! আমীন!!! আমীন!!!
***আল্লাহর তরফ থেকে সাহায্যকারী
আবু হুরায়রা (রাদিয়াল্লাহু তালাআনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি বলল, ইয়া রাসুলুল্লাহ (সা)! আমার আত্নীয় পরিজন আছেন। আমি তাদের সঙ্গে ভাল ব্যবহার করি; কিস্তু তারা আমাকে বিচ্ছিন্ন করে রাখে। আমি তাদের উপকার করি; কিন্তু তারা আমার অপকার করে। আমি তাদের সঙ্গে উদার ব্যবহার করি আর তারা আমার সঙ্গে মূর্খতাসুলভ আচরণ করে। তখন তিনি বললেনঃ তুমি যা বললে, যদি প্রকৃত অবস্হা তা-ই হয় তাহলে তুমি যেন তাদের উপর জ্বলন্ত অঙ্গার নিক্ষেপ করছ। সর্বদা তোমার সঙ্গে আল্লাহর তরফ থেকে তাদের বিপক্ষে একজন সাহায্যকারী (ফিরিশতা) থাকবে, যতক্ষন তুমি এই অবস্থায় বহাল থাকবে ।
সহিহ মুসলিম :: বই ৩২ :: হাদিস ৬২০৪]