ইব্ন সাদ, আবু নায়ীম, ইব্ন আসাকির ও ইব্ন তাররাহ্ আতা ইব্ন আবু রাহাবের মাধ্যমে হযরত ইব্ন আব্বাস (রাদিয়াল্লাহু তাআলা আনহু) থেকে বর্ননা করেনঃ সতর্কতার খাতিরে হালিমা রাসূল (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) কে চোখের আড়ালে কোথাও যেতে দিতেন না । একদিন তাঁর অজান্তে রাসুলুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) এর দুধবোন শায়মার সাথে দুপুরে পশুচারণ ভূমির দিকে চলে গেলেন । হালিমা খুঁজে খুঁজে সেখানে গিয়ে শায়মার সাথে তাকে দেখতে পেলেন ।
হালিমা শায়মাকে বললেনঃ এ ভরদুপুরে তাকে কেন এখানে নিয়ে এলে?
শায়মা বললেনঃ মা, আমার ভাইয়ের দেহে রৌদ্র মোটেই লাগেনি । একখণ্ড মেঘ সবসময় তাকে ছায়া দিয়ে ঘিরে রেখেছে । তিনি দাঁড়ালে মেঘও দাঁড়ায়, তিনি চললে মেঘও চলে । এভাবেই আমরা এখানে এসেছি । হালিমা অবাক হয়ে বললেন, সত্যি বলছ ? শায়মা বললেনঃ আল্লাহ্র কসম ! (খাসায়েসুল কোবরা ও মাদারেজুন্নবুওয়ত)
হালিমা শায়মাকে বললেনঃ এ ভরদুপুরে তাকে কেন এখানে নিয়ে এলে?
শায়মা বললেনঃ মা, আমার ভাইয়ের দেহে রৌদ্র মোটেই লাগেনি । একখণ্ড মেঘ সবসময় তাকে ছায়া দিয়ে ঘিরে রেখেছে । তিনি দাঁড়ালে মেঘও দাঁড়ায়, তিনি চললে মেঘও চলে । এভাবেই আমরা এখানে এসেছি । হালিমা অবাক হয়ে বললেন, সত্যি বলছ ? শায়মা বললেনঃ আল্লাহ্র কসম ! (খাসায়েসুল কোবরা ও মাদারেজুন্নবুওয়ত)