হযরত আব্বাস ইব্ন আব্দুল মুত্তালিব রেওয়ায়েত করেন যে,
তিনি রাসূলুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) কে (ইসলাম গ্রহণের পর) বললেনঃ ইয়া রাসুলুল্লাহ্ (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) আমি আপনার নবুওয়াতের ঐ আলামত দেখেছিলাম বলে ঈমান এনেছি যে, আপনি (শিশু অবস্থায়) চাঁদের সাথে কথাবার্তা বলেছিলেন । তাঁর দিকে আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন । আপনি যেদিকে ইশারা করতেন চাঁদ সেদিকেই হেলত ।
রাসুলুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করলেন- আমি চাঁদের সাথে কথা বলছিলাম, চাঁদ আমার সাথে কথা বলছিল । সে আমার ক্রন্দনে সান্ত্বনা দিচ্ছিল । চাঁদ যখন আল্লাহ্র আরশের নিচে সিজদা করে আমি তাঁর তাসবীহ শুনতে পাই । (বায়হাকী)
তিনি রাসূলুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) কে (ইসলাম গ্রহণের পর) বললেনঃ ইয়া রাসুলুল্লাহ্ (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) আমি আপনার নবুওয়াতের ঐ আলামত দেখেছিলাম বলে ঈমান এনেছি যে, আপনি (শিশু অবস্থায়) চাঁদের সাথে কথাবার্তা বলেছিলেন । তাঁর দিকে আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন । আপনি যেদিকে ইশারা করতেন চাঁদ সেদিকেই হেলত ।
রাসুলুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করলেন- আমি চাঁদের সাথে কথা বলছিলাম, চাঁদ আমার সাথে কথা বলছিল । সে আমার ক্রন্দনে সান্ত্বনা দিচ্ছিল । চাঁদ যখন আল্লাহ্র আরশের নিচে সিজদা করে আমি তাঁর তাসবীহ শুনতে পাই । (বায়হাকী)