হে আমার হাবীব (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম )! আপনি উম্মাহকে বলে দিন, মহান আল্লাহ্রই অনুগ্রহ তারই দয়া এবং সেটার উপর তাদের আনন্দ প্রকাশ করা উচিৎ। তা তাদের সমস্ত ধন-দোলাত অপেক্ষা উত্তম ! (সূরা ইউনূছ ৫৮)
اذكروا نعمة الله عليكم
তোমাদেরকে আল্লাহর যে নিয়ামত দেয়া হয়েছে তা তোমরা স্মরণ করো! (৩: ১০৩)
ঈসা (আলাইহিস সালাম) বলেনঃ হে আমাদের রব! আমাদের জন্য আপনি আসমান হতে খাদ্যসহ একটি খাঞ্চা নাযিল করুন| আর সে উপলক্ষটি অর্থাৎ সেদিনটি আমাদের জন্য, আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্য ঈদ স্বরূপ হবে! (সূরা মায়ীদা ১১৪)
ঈসা (আলাইহিস সালাম) বলেনঃ যদি বেহেস্তি নেয়ামতের দিনটিকে ঈদ হিসেবে পালন করতে পারেন, যিনি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, তাঁর আগমনের দিনটি আমাদের জন্য ঈদ হতে পারে না? অবশ্যই পারে। আর তাই ঈদে মিলাদুন্নাবী (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম ) মুমিনের জন্যে সবচেয়ে বড় ঈদ!
اذكروا نعمة الله عليكم
তোমাদেরকে আল্লাহর যে নিয়ামত দেয়া হয়েছে তা তোমরা স্মরণ করো! (৩: ১০৩)
ঈসা (আলাইহিস সালাম) বলেনঃ হে আমাদের রব! আমাদের জন্য আপনি আসমান হতে খাদ্যসহ একটি খাঞ্চা নাযিল করুন| আর সে উপলক্ষটি অর্থাৎ সেদিনটি আমাদের জন্য, আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্য ঈদ স্বরূপ হবে! (সূরা মায়ীদা ১১৪)
ঈসা (আলাইহিস সালাম) বলেনঃ যদি বেহেস্তি নেয়ামতের দিনটিকে ঈদ হিসেবে পালন করতে পারেন, যিনি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, তাঁর আগমনের দিনটি আমাদের জন্য ঈদ হতে পারে না? অবশ্যই পারে। আর তাই ঈদে মিলাদুন্নাবী (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম ) মুমিনের জন্যে সবচেয়ে বড় ঈদ!