দাওয়াতে ইসলামী, যাহা প্রতি বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক দ্বীনি সংগঠন, তাহার উদ্দ্যগে পবিত্র ঈদে মীলাদুন্নাবী উপলক্ষে সারা বিশ্বে জশনে-জুলুস এর আয়োজন করা হয়। বিশ্বের প্রায় ২০০টি দেশে কুরআন ও সুন্নাতের বানীকে খুবই শান্তিময় রূপে প্রচার করে আসছে এই অরাজনৈতিক প্রতিষ্ঠানটি। বাংলাদেশের বেশ কয়টি জেলা সহ রাজধানী ঢাকা শহরেও প্রতি বছর বিশাল এই জশনে-জুলুস বের করা হয়। ঢাকা সায়দাবাদ থেকে শুরু করে যা গুলিশ্তানের গোলাপশাহ (রহমাতুল্লাহি আলাইহি) এর মাযার অতিক্রম করে কমলাপুর হয়ে সায়দাবাদ ফায়যানে মাদীনা জামে মসজিদে গিয়ে শেষ হয়।
|
Authorআমার ইসলাম ArchivesCategories |